কিভাবে ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করবো - স্টেপ বাই স্টেপ গাইড
আজকের এই ব্লগ পোস্ট এ আমি আপনাকে দেখাবো কিভাবে ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করতে হয়। আপনি যদি এই ব্লগ পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন এবং যা যা দেখিয়েছি ঠিকমতো করেন তাহলে আপনি ভালোমতো ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করতে পারবেন এবং বিজ্ঞাপন থেকে সর্বোচ্চ রেজাল্ট আন্তে পারবেন।
Requirement To Run Facebook Like Campaign:
2. Facebook Business Page
3. Ad Budget
4. Visuals and Ad Copy
5. Business Manager and Ads Manager
আপনি যেহেতু ফেসবুক লাইক ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় সেটি খুজছেন সেহেতু আমি মনে করি আপনার উপরের সব রিকোয়ারমেন্ট গুলো অলরেডি আছে এখন আমরা সরাসরি চলে যাব কিভাবে ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করতে ধাপে।
ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করার ধাপসমূহ :
১ম ধাপ : বিসনেস ম্যানেজার ওপেন করুন। আপনি যদি জেনে থাকেন কিভাবে বিসনেস ওপেন করতে হয় তাহলে ভালো আর যদি না জানেন তাহলে সমস্যা নাই। এখানে ক্লিক করুন
২য় ধাপ : আপনি বিসনেস ম্যানেজার এ প্রবেশ করে আছেন আসা করি। এখন কাজ হলো এড ম্যানেজার ওপেন করা। এড ম্যানেজার ওপেন করার জন্য বাম সাইডের All Tools বাটন এ ক্লিক করুন। তারপর অনেকগুলো অপশনস ওপেন হবে এখন আপনাকে এই অপশন গুলোর মধ্যে এড ম্যানেজার খুঁজে বের করতে হবে। এড ম্যানেজার পাওয়ার পর এড ম্যানেজার এর ওপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এড ম্যানেজার এ প্রবেশ করে ফেলবেন।
৩য় ধাপ : আপনি এড ম্যানেজার ও ওপেন করে ফেলেছেন। এখন আপনার কাজ হলো নিশ্চিত হওয়া যে আপনার সঠিক এড একাউন্ট টি সিলেক্ট করা আছে কিনা। আর জন্য উপরে ক্যাম্পেইন এর পাশের সাদা বাটন টি লক্ষ্য করুন দেখুন আপনার সঠিক এড একাউন্ট টি সিলেক্টেড আছে কিনা। যদি না থাকে তাহলে বাটন এ ক্লিক করে সঠিক একাউন্ট টি সিলেক্ট করে নিন।
৪র্থ ধাপ : আপনি এখন আপনার আপনার সঠিক এড একাউন্ট এ আছেন। এখন আমরা চলে যাবো ফেসবুক লাইক এড তৈরী করতে। বাম দিকের "Create" বাটন এ ক্লিক করুন।
৫ম ধাপ : আপনি বাটন এ ক্লিক করার পর একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। ঐখানে ক্যাম্পেইন অবজেক্টিভ চয়েস করার জন্য বলা হচ্ছে। এখন আমি যেটাতে ক্লিক করতে বলবো ঠিক ঐটাতে ক্লিক করবেন। Engagement এ ক্লিক করুন। তারপর আরেকটি উইন্ডো ওপেন হবে "Manual engagement campaign" এ ক্লিক করুন এবং নিচে কন্টিনিউ বাটন এ ক্লিক করুন।
৬ষষ্ঠ ধাপ : আপনি অলরেডি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে ফেলেছেন এবং ফেসবুক লাইক এড তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ক্যাম্পেইন নাম এর জাগায় আপনার পছন্দ মতো একটা নাম লিখুন। স্পেশাল এড ক্যাটাগরি স্কিপ করুন। যদি আপনার এড এমন হয়ে থাকে যেইটা স্পেশাল এড ক্যাটাগরির সাথে মিলে তাহলে আপনাকে আপনার কাঙ্কিত ক্যাটাগরি টি সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন ডিটেলস এ আপনার কোনো কিছু করতে হবে না। যদি আপনি অনেকগুলো এড সেট তৈরী করেন তাহলে এড এর বাজেট "Advantage campaign budget" এ সেটআপ করবেন। A/B test এ কোনো কিছু করার দরকার নাই। এখন নেক্সট বাটন এ ক্লিক করুন।
৭ম ধাপ : আপনি অলরেডি ক্যাম্পেইন স্টেজ সম্পূর্ণ করে ফেলেছেন। এখন এড সেট এর কাজ করতে হবে। প্রথমে আপনার পছন্দ মতো একটি এড সেট নাম দিয়ে ফেলুন। Conversion location এ ফেসবুক পেজ সিলেক্ট করুন। Performance goal এ আপনার কোনো কিছু করতে হবে না। ফেসবুক পেজ এর জাগায় আপনার নির্দিষ্ট পেজ টি সিলেক্ট করুন। আমি যেহেতু একটি এড সেট করবো সেজন্য আমি আমার এড এর বাজেট ক্যাম্পেইন লেভেল এ সেটআপ করিনি। Budget & schedule এর নিচে ডেইলি বাজেট আমি দিয়েছি আপনি চাইলে লাইফটাইম বাজেট ও দিতে পারেন। আমি চাই ফেসবুক আমার লাইক এড এর জন্য প্রতিদিন ৩ ডলার কাটুক সেজন্য আমি ডেইলি বাজেট দিয়েছি। Schedule এ আপনি আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করে দিন। Audience controls একটি গুরুত্বপূর্ণ স্টেজ। লোকেশন এ আপনার টার্গেটেড লোকেশনটি দিয়ে দিন। মিনিমাম আগে সিলেক্ট করুন। Advantage+ audience টি অনেক গুরুত্বপূর্ণ অডিয়েন্স সাজেশন বাটন এ ক্লিক করুন। আপনার টার্গেটেড অডিয়েন্স এর বয়স এবং জেন্ডার সিলেক্ট করুন। Detailed targeting টি এড কাদের কাছে যাবে সেটা নির্ধারণ করে দেয়। এখানে আপনার অডিয়েন্স এর আগ্রহ এর উপর ভিত্তি করে কিছু টার্গেটেড কীওয়ার্ড সিলেক্ট করুন। Placements এ ম্যানুয়াল Placements সিলেক্ট করুন এবং শুধু ফেসবুক সিলেক্ট করুন। এখন নেক্সট বাটন এ ক্লিক করুন।
৮ম ধাপ : আপনি অলরেডি ২ টি স্টেজ ভালো করে কমপ্লেটেড করে ফেলেছেন। এখন আপনি এড সেট এর নাম লিখুন। এড সেটআপ এ Multi-advertiser ads সিলেক্ট করুন। Ad creative এ আপনি আপনার Ad creative টি চয়েস করুন। আপনি দুই ধরণের এড তৈরী করতে পারবেন এক হচ্ছে ইমেজ এড আরেক হচ্ছে ভিডিও এড। Ad creative সিলেক্ট করার পর এখন প্রাইমারি টেক্সট ইনপুট দেয়া। বেস ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনার কাজ হবে পাবলিশ বাটন এ ক্লিক করা।
শেষকথা:
এই নির্দেশনা অনুসরণ করে আপনি সহজেই একটি সফল ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, যা আপনার পেজের দর্শকসংখ্যা বৃদ্ধিতে সহায়ক হবে। ব্যবসায়িক ম্যানেজার সেটআপ থেকে শুরু করে সঠিক অ্যাড ক্রিয়েটিভ নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপই আপনার ক্যাম্পেইনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি ফেসবুক লাইক ক্যাম্পেইন তৈরি করতে শিখেছেন, তাই আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনার ফেসবুক পেজকে আরও উন্নত করুন।